নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী দানবীর ও সমাজসেবক মরহুম বেলায়েত হোসেন সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভা আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিল ও স্মরণসভায় বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন, বাংলাদেশ মডেল একাডেমীর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল রহমান সরকার, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সামছুল হক সরকার, মোঃ নূর নবী, আবু হানিফ স্বপন, আবুল কালাম বেপারী, উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ জুয়েল, মাসুদ আহম্মেদ সরকার, বাবুল হোসেন প্রমূখ।