মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট :–
কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার ট্রাক ভর্তি সরকারি পাঠ্যবই আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিগত কয়েক শিক্ষাবর্ষের পুরাতন ও পরিত্যক্ত বই টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। যা ডেলিভারির উদ্দেশ্যে ঘটনার দিন ভোরে ট্রাকে ভর্তি করে নেওয়া হয়। এ সময় চলতি শিক্ষাবর্ষের নতুন বই নিতে দেখে স্থানীয় জনগন বই ভর্তি ওই ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ বই ক্রেতা প্রতিষ্ঠান আবুল হোসেন পেপার হাউজের সত্ত্বাধিকারী আবুল হোসেনকে আটক করলেও ট্রাক ড্রাইভার ও তার সহকারি পালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আবদুল হান্নান বলেন-সরকারি নিয়মনীতি মেনেই বই বিক্রি করেছি। ভুল করে শ্রমিকেরা চলতি শিক্ষাবর্ষের কিছু বই ট্রাকে তুলে পেলে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ট্রাকটি আটক করে।