কুমিল্লাওয়েব.কম ডেস্ক :–
যুক্তরাষ্ট্রের নিউপোর্ট রোড আইল্যান্ডে অবস্থিত নেভাল ওয়্যার কলেজে অনুষ্ঠিতব্য ‘২১তম আন্তর্জাতিক সী-পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি বুধবার ঢাকা ত্যাগ করেন।
আগামী ১৬ হতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, সিংগাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় ১১৩টি দেশের নৌপ্রধানসহ বিপুল সংখ্যক নৌবাহিনী এবং কোস্টগার্ড প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকগণ অংশগ্রহণ করবেন। এবারের সিম্পোজিয়ামে মূল প্রতিপাদ্য বিষয় ”গ্লোবাল সল্যুউশন্স টু কমন মেরিটাইম চ্যালেঞ্জেস” (Global Solutions to Common Maritime Challenges)| উক্ত সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশসমূহের সমন্বিত উদ্দ্যোগের মাধ্যমে মেরিটাইম চ্যালেঞ্জ মোকাবেলার দিক নির্দেশনা প্রণয়ন করা। এলক্ষ্যে বিশ্বের মেরিটাইম ফোর্সের নেতাগণ সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করণ, একান্ত অর্থনৈতিক সমুদ্র এলাকায় জরীপ কাজের সক্ষমতা বৃদ্ধিসহ আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রমে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকরী সমাধানের পথ খুঁজে বের করবেন। এছাড়া সিম্পোজিয়ামে তিনটি প্যানেলে সমুদ্র নিরাপত্তার ভবিষ্যত ধারা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জোট ভিত্তিক অপারেশান্স কর্মকান্ড সম্প্রসারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নৌবাহিনী প্রধান আন্তর্জাতিক সিম্পোজিয়ামে আগত বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণের সাথে সাক্ষাতে মিলিত হবেন এবং নৌ সমর বিশারদগণ কর্তৃক প্রদত্ত নৌ নিরাপত্তা বিষয়ক বক্তৃতামালায় উপস্থিত থাকবেন। উল্লে¬খ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দু’জন কর্মকর্তা রয়েছেন। যুক্তরাষ্ট্র সফর শেষে নৌপ্রধান আগামী ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যায়।