নিজস্ব প্রতিনিধি॥
দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মোঃ বাবুল মিয়া ও সুরিয়া বেগমের পুত্র মোঃ ফরহাদ মিয়াকে (১১) গত ৩০ আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মোঃ ফরহাদ মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলা নাজিমপাড়া গ্রামের নুরুল কুরআন মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। গত ৩০ আগস্ট উক্ত মাদরাসার ছাত্রাবাস থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিভাবকরা বেশ কিছুদিন ধরে তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখোঁজি করে না পেয়ে গত ২ সেপ্টেম্বর মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৭৭। স্থানীয়দের ধারণা, ফরহাদ মিয়াকে হয়তো কোন সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য অপহরণ করে নিয়ে গেছে। এব্যাপারে ফরহাদের চাচা ফারুক বলেন, আমার ভাতিজাকে অপহরণ করা হয়েছে। এখন জন সাধারণদের প্রশ্ন, ফরহাদকে কি আসলেই অপহরণ করা হয়েছে নাকি তাকে গুম করা হয়েছে? সেভ দ্যা চিলড্রেন-এর উদ্দীপন কর্তৃক ফরহাদের নিবন্ধন নং ১৭৫৬০। মোবাইল:০১৮৪৩-৫১৮৪৪৯।