মুরাদনগরে পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা ও মতবিনিময়

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :—

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের লক্ষে দিনব্যাপী কর্মশালা ও মতবিনময় সভা উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক। আরো বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার পাশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপুল চন্দ্র ভট্ট, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, তোফায়েল শিকদার, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমমান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার খলিলুর রহমান, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার, শিক্ষক নেতা আলী আবু তালেব ভুইয়া ও গাজীউল হক চৌধুরী প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply