সাধন সাহা জয়: নবীনগর :—
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক পাহাড়াদার খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের রহিছ মিয়ার মৎস্য খামার থেকে পাহাড়াদার মজিবুর রহমান (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে। স্থানীয়রা জানায় মজিবুর গত পাঁচ/ছয় মাস হলো রহিছ মিয়ার মৎস্য খামারের পাহাড়াদার হিসাবে কাজ করছিলেন। তার পারিবারিক সুত্র জানায় এটি একটি পরিকল্পিত খুন, গত সপ্তাহখানেক আগে খামারের পুকুরে একটি মটরসাইকেল পায় মজিবুর।
মটরসাইকেলটি তার মালিক রহিছ মিয়ার কাছে দিলে তিনি তা থানায় জমা দেন, পারিবারিক ভাবে সন্দেহ করা হচ্ছে ওই মটরসাইকেলের কারনেই হয়তবা এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করা হযেছে, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা কুমিল্লাওয়েব.কম’কে জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীর ব্যবস্থা নেয়া হবে।