মুরাদনগরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–

কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর গ্রামে গত সোমবার রাতে একটি মৎস প্রকল্পে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার জানঘর গ্রামের সবুজ ও খোকন মিয়ার নিজস্ব মৎস প্রকল্পে দুর্বত্তরা গভীর রাতে বিষ প্রয়োগ করে। এতে দেশীয় প্রজাতির পাায় ১০ লাখ টাকার মাছ মরে যায়। মঙ্গলবার ভোর থেকে মৎস প্রকল্পের মাছ ভেসে উঠে। মৎস খামারের পরিচালক সবুজ ও খোকন জানান, পাশ্ববর্তী দেওরা গ্রামের মাওলানা সোহেল রানাসহ স্থানীয় একটি চক্রের সাথে ওই মৎস খামার নিয়ে বিরোধ চলে আসছিল। বিষ প্রয়োগে মাছ নিধনের সাথে ওই চক্রটি জড়িত থাকতে পারে বলে আশংকা করছেন ওই ব্যবসায়ী দ্বয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply