চান্দিনা প্রতিনিধি :–
‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতাআর দক্ষতা’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ইউআরওসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস প্রধান, মো. নূরুল ইসলাম, সেলিনা আক্তার, সিতারা বেগম, কাজল কর, আম্বিয়া খাতুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাধারণ সম্পাদক কমল বক্সী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক নেতা আতাউর রহমান সরকার, প্রধান শিক্ষক কাউসারুজ্জামান, হেলেনা বেগম প্রমুখ।