শাহীন আলম,দেবিদ্বার থেকে :–
‘‘টেকসই উন্নয়নের মূল কথা স্বাক্ষরতা আর দক্ষতা’’ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার শাহ মো: ইকবাল মনসুর এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী (ভূমি) মো: দাউদ হোসেন চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। প্রধান অথিতি তার বক্তব্য বলেন, আমরা যদি প্রতিজন একজন করে নিরক্ষরহীনকে অক্ষর জ্ঞান শিক্ষা দেই তাহলে আমাদের দেশে অক্ষরজ্ঞানহীন কোন মানুষ থাকবেনা। প্রতিটি মানুষ পাবে শিক্ষার আলো । বাংলাদেশ হবে নিরক্ষরমুক্ত সোনার বাংলাদেশ। র্যালীতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ অংশ নেয়।