মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট:–
কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার রাতে একাত্তরের রণাঙ্গণের বীর, মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ আলী তালুকদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি নাঙ্গলকোট পৌরসভাধীন অশ্বদিয়া গ্রামের মৃত আবদুল হাকিম তালুকদারের ছেলে। সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ সাইদুল আরিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসহাক মিয়া, ডেপুটি কমান্ডার আবদুর রশিদ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক কমান্ডার মোঃ মোশারফ হোসেন, রশিদ আহমেদ খন্দকার, আলী আশ্রাফ প্রমূখ। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।