মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
‘টেকসই উন্নয়নের মূল কথা-স্বাক্ষরতা আর দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান এর নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম ও শিক্ষক নেতা গাজীউল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আহম আনোয়ার হোসেন, আবু কাউছার ভুইয়া, কাজী বাহার খানম প্রমুখ।