চট্টগ্রাম :–
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও কাপ্তাই জেলা নৌস্কাউটসের সহযোগিতায় ‘১৮ তম নৌস্কাউট লিডার বেসিক কোর্স’ এর মহাতাঁবু জলসা।
শুক্রবার (০৫-০৯-১৪) কাপ্তাইস্থ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌস্কাউট রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ০১ সেপ্টেম্বর ২০১৪ হতে শুরু হওয়া সাতদিনব্যাপী উক্ত কোর্সে সকল জেলা নৌস্কাউটস হতে ৪৪ জন শিক্ষার্থী ও ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের পরিবেশিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় কাপ্তাই এলাকার উধর্¦তন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নৌস্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।