ষ্টাফ রিপোর্টার :–
বর্ণাঢ্য অনুষ্ঠান, র্যালী,কেককাটা ও আলোচনার সভার মধ্যদিয়ে শনিবার ৬ সেপ্টেম্বর কুমিল্লায় ফটো সাংবাদিক ফোরামের এক যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পত্রিকা গণমাধ্যমের ফটো সাংবাদিকগণ কুমিল্লা প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রথম সভাপতি মরহুম নওশাদ কবীরের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু,কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম দৈনিক সমকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী,দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা জেলা ষ্টাফ রিপোর্টার সাংবাদিক গাজীউল হক সোহাগ,কুমিল্লা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ,কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি জালাল উদ্দিন,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠ প্রত্রিকার জেলা প্রতিনিধি শাহাজাদা এমরান,সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির,সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব,জেলা কৃষকলীগ সভাপতি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু নির্মল পাল, কুমিল্লায় ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বাহার রায়হান,সাংগঠনিক সম্পাদক এন কে রিপন, ফোরামের দফতর সম্পাদক ও দৈনিক পূর্বাশা পত্রিকার ফটো সাংবাদিক এইচ এম মহিউদ্দিন,ফটো সাংবাদিক অমিতাব মজুমদার,বণিক বার্তার জেলা প্রতিনিধি সাংবাদিক মনির হোসেন,সমতটের কাগজের সম্পাদক,ও নিরীক্ষণ নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন দামাল,কুমিল্লার আলো পত্রিকার সাংবাদিক আখতার হোসেন,দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক কাজী হানিফ,মাই টিভির কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আহসান হাবিব পাখি,সাপ্তাহিক গোমেতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোবারক হোসেন, ফটো সাংবাদিক ফোরামের সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার,ফটো সাংবাদিক ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম রাসেল,ফটো সাংবাদিক আশিকুর রহমান আশিক,আল মামুন টুটু, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন একাত্তর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক।