বরুড়া প্রতিনিধি:–
কুমিল্লার বরুড়ায় রাজু মিয়া (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাজিয়াতলী এলাকার একটি ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজু মিয়া চান্দিনা উপজেলার এতবারপুল এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুজ্জামানকে জানান, বুধবার রাতে রাজুকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বরুড়া থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। দুপুরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।