মোঃ জাবেদ হোসেন :–
চাঁদপুর শহরের মোলহেডে এলাকাটি ইতিমধ্যে ঝুকিপূর্ণ ঘোষণা করেন জেলা প্রশাসক ইসমাইল হোসেন। মোলহেডে ঘুর্নিতের জন্য লাল পতাকা দিয়ে কাটা তারের বেড়া নিয়ন্ত্রনও নেয়া হয়, এছাড়া গতকাল সকাল ৮টায় লাল রঙের ব্যানার টাঙ্গিয়ে সর্ব সাধারনের প্রবেশ নিষিদ্ধ করেন। এমনকি পুলিশের তদারকি জোরদার করা হয়েছে। এর মধ্য দিয়ে জনসাধারণ নিষেধ না মেনে তারা বসে বসে গল্প করতে দেখা যায় ঝুকিপূর্ণ এলাকা। অপরদিকে পানি মোলহেডের সামনে ডাবা জায়গা অবস্থায় গতকাল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিনের উপস্থিতিতে ২শ জিও ব্যাগ ১শ ২৬টি ব্লক সর্বমোট ২শ ৫টি ফেলা হয়। এদিকে আরো ফেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। যতক্ষণ নদীর উত্তাল থাকতে ততক্ষণ পর্যন্ত এ জিও ব্যাগগুলো ফেলা হয়। এদিকে গতকাল সকাল ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মোলহেডটি পরিদর্শন করেন। এখন বর্তমানে মোলহেডটি মোটামুটি ভাবে ঝুকিপুর্ন কমতে দেখা যাচ্ছে। ‘ আরো দেখা যায়, মোলহেডের পাশে যে দোকাপাট উচ্ছেদ করার পরও তারা ক্ষমতার জোরে আবারো স্থাপনা গেড়ে বসে। এছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও কেউ তোয়াক্কা না করে নির্বিধে চলাফেরা করছে মোলহেডে। তাই মোলহেডটি পুরোপুরি ঝুকি মুক্ত করতে প্রশাসনকে আরো তদারকি নেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। মেঘনা পাড়ের মানুষদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।