শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর):–
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর এর মেধা বৃত্তিপ্রাপ্তদের সনদ ও অর্থ প্রদান করা হয় মতলব উত্তর উপজেলার আইডিয়েল ট্রাস্ট একাডেমি কলাকান্দায়। গতকাল মঙ্গলবার সকালে আইডিয়েল ট্রাস্ট একাডেমি কলাকান্দা মাঠে বৃত্তিপ্রাপ্ত ৯শিক্ষার্থীকে হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন, আইডিয়েল ট্রাস্ট একাডেমি কলাকান্দার পরিচালক প্রফেসর দেওয়ান আবুল বাশার, প্রধান শিক্ষক আবদুল আজিজ, শিক্ষক মাওলানা আবদুস শুক্কুর, আবু ইউসুফ, সালাউদ্দিন, খাদিজা বেগম, ওসমান গণি, জামাল উদ্দিন।
বৃত্তিপ্রাপ্তরা হলো: কানিজ ফাতেমা (২য় শ্রেণী), মারিয়া আক্তার (২য় শ্রেণী), জান্নাতুল ফেরদাউস (৩য় শ্রেণী), সুমাইয়া আরিফ অর্ণি (৩য় শ্রেণী), নুসরাত জাহান ফারজানা (৩য় শ্রেণী), সুমাইয়া আক্তার শীলা (৪র্থ শ্রেণী), সুমাইয়া আক্তার ইকরা(৪র্থ শ্রেণী), জাকিয়া সুলতানা লামি (৪র্থ শ্রেণী) ও জামশেদ আহমেদ ইশান (৪র্থ শ্রেণী)।