শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর):–
মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। একে কেন্দ্র করে ষাটনল ইউনিয়নবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন । সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ষাটনল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নেতা হানিফ সরকার, ইউনিয়ন অ’লীগের সাবেক সভাপতি মাহবুব আলম মোল্লা, ইলিয়াছ প্রধান, আবদুল মালেক মেম্বার, মনির হোসেন মেম্বার, গোলাম মোস্তফা, আবদুস ছাত্তার, রফিকুল ইসলাম, হাসান, শিপন ও ইব্রাহিমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ।
দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের একটি প্রভাবশালী মহল মেঘনা নদীর ষাটনল এলাকায় দিবালোকে ও রাতের আধারে বেশ কিছু ড্রেজার মেশিন ও প্রায় অনেকগুলো বালিবাহিত বাল্কহেডদিয়ে অবৈধ ভাবে বালু খনন করে নিয়ে যাচ্ছে। এতে করে নদী তীরবর্তী ষাটনল গ্রাম, ষাটনল পর্যটন কেন্দ্র, তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি আশ্রায়ন প্রকল্প, একটি বাজার নদী গর্ভে চলে যাওয়ার আশংখা করা হচ্ছে।