চারদিকে আলোর বিচ্ছুরণ

—মো. আলী আশরাফ খান

আজ প্রভাতে মন আমার নাচে নাচেরে
আহ! কি মায়া কি ভালোবাসা
হৃদয়ে বাজে এক নতুন সুরের গান।

আমার চারদিকে আলো আরো আলো
ভোরের দৃশ্য ঘনঘটায় এক অজানা
কল্পনায় ছড়িয়েছে আলোর বিচ্ছুরণ।

কখন যে হলো দেখা, কখন ভালোবাসা
এমনি করে বুঝি মানুষ প্রেমে পড়ে
বিশ্ব ষ্টার নান্দনিক অমোঘ সৃষ্টির!

প্রকৃতির শব্দ কি যে মধুর বুঝিনি আগে
প্রতুষ্যের এই চির সত্যের কাছে
আমি বার বার হেরে যাই রাগ-অনুরাগে।

===========================

মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:০২/০৯/১৪

Check Also

মাদকসন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকেই জোরালো ভূমিকা নিতে হবে

—-মো. আলীআশরাফ খান লেখার শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন, কেনো লেখাটির এমন শিরোনাম দেয়া ...

Leave a Reply