সাধন সাহা জয় : নবীনগর :–
ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর লঞ্চঘাটে মেঘনা নদী পাড়ে মঙ্গলবার (০২/৯) সকালে নৌ-পথে ডাকাতি প্রস্তুতিকালে মহিলা ডাকাতসহ একটি ডাকাতদল কে এলাকাবাসি আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ সময় পুলিশ ডাকাতদের ব্যবহৃত নৌকা থেকে রাম দা, কিরিচ সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ।
ডাকাতরা হচ্ছে শিউলী বেগম (২৯), মো. ইয়াসিন মিয়া (২৩), মিয়া চান (৫০), মো. হানিফ,(৩৮), মো. নাজিম উদ্দিন (৩০) ।
পুলিশ জানায় তাদের সকলের বাড়ি নরসিংদী জেলা সহ বিভিন্ন গ্রামের ।