চৌদ্দগ্রামে চোরাই সিএনজি ও দুই সহযোগিসহ চোরচক্রের প্রধান গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি :–

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার রাতে একটি চোরাই সিএনজি বেবী টেক্সি (ফেনী-থ-১১-১১১৮) ও দুই সহযোগিসহ আন্তঃজেলা চোরচক্রের প্রধান মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলা শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম মিয়ার নেতৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারের ভাটবাড়ি এলাকা থেকে সিএনজি টেক্সিসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো; চোরচক্রের প্রধান চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামের পেয়ার আহমদের ছেলে মোশারফ হোসেন (৩৮), তার সহযোগি কুমিল্লার দেবিদ্বারের দুয়ারিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবুল বাশার (৩০) ও মুরাদনগরের খোরৈল গ্রামের আবু রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, মোশারফ হোসেনের বিরুদ্ধে সিএনজি বেবী টেক্সি চুরির অভিযোগে বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে। তার গ্রেফতারের খবরের সিএনজি বেবী টেক্সি মালিক ও চালকদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply