সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি:–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমান ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাইতলা ও ভোলাচং গ্রাম এলাকা থেকে এগুলো আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাইতলা ও ভোলাচং গ্রামে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় গোয়ালি পাড়ার নরুল ইসলামের ছেলে ইয়াকুব মিয়া (২৫),ছন্দু মিয়ার ছেলে বাছির মিয়া(৫৪), সহিদ মিয়ার ছেলে হানু মিয়া(৪৫),নওয়াব মিয়ার ছেলে মফিজ উদ্দিন(৩০),ও উজ্জ্বল মিয়া(২০) নামের পাচঁ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয় ।
ধৃত আসামীদের শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করে।