মোঃ আবুল কালাম, লাকসাম (কুমিল্লা):–
কুমিল্লার লাকসাম আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ তপন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক শাব্বির রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের ধর্মীয় শিক্ষক মকবুল আহমদ শাহী, সহকারি অধ্যাপক এনায়েত উল্যাহ হেজাজী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবদুস ছাত্তার, সিনিয়র শিক্ষক নুরুজ্জামান জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, জাহিদ হোসেন, নেছার আহমেদ, প্রভাষক মাহফুজুর রহমান মজুমদার, ছাত্রদের মধ্যে রিয়াজুর রহমান জিকু, মোজাম্মেল হক প্রমুখ। কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি থাকতে পারেননি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।