শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে পারুল বেগম (৪২) নামে এক গৃহবধু নিজের শরীরে আগুনে দিয়ে দগ্ধ হয়ে মৃত্যু হয়। জানা যায়, উপজেলার ছোট ঝিনাইয়া গ্রামের দুলাল খাঁর স্ত্রী পারুল বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক মনমালিন্য ছিল। সেই ঘটনার সূত্র ধরে বুধবার সকালে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন আগুন লাগিয়ে দেয়। পরে বাড়ির লোকজন আগুন দেখে দরজা ভেঙ্গে দগ্ধ অবস্থায় পারুলকে উদ্ধার করে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত পারুল বেগমের স্বামী মোহাম্মদ দুলাল খাঁ কৃষি কাজ করে। পারুল বেগম ৩ ছেলে ও ১ মেয়ের জননী।