রাজনীতি নিয়ে শিরোনামহীন কিছু কথা!!

—এস.এম সাজু আহমেদ

কোন একটা সময় দেশের রাজনৈতিক কোন একটা দলের রাজনীতির সাথে মিশে গিয়েছিলাম আমি নিজেও, প্রচন্ড ভালোবেসেছিলাম রাজনীতির সেই জগতটাকে। সর্বক্ষণ শুধু রাজনীতির ধ্যাণ জ্ঞানেই মগ্ন থাকতাম। রাজনীতির অঙ্গনে প্রবেশ করে দেখেছিলাম রাজনীতির সেই নির্মম খেলা, রাজনীতির ভয়াবহতা, রাজনীতির হৃদয় বিদারক কষ্টের যন্ত্রনাও। তবে এর সাথে আরো দেখেছিলাম সত্যিকারের রাজনীতির আদর, স্নেহ, ভালোবাসা্ও।

রাজনীতিকে ভালোবসি, ভালোবাসতাম এবং ভালোবেসেও যাব এরকম কথা অনেক রাজনীতিকরাই বলে থাকেন। বাংলার এমন মানুষ খুঁজে পা্ওয়া প্রায় অসম্ভবই যে দেশের রাজনীতির কোন না কোন দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত নয়। প্রায় সকল মানুষ-ই কিছুটা হলেও রাজনীতির সাথে জড়িত থেকেই থাকে।

প্রত্যেকটি দেশেই বিভিন্ন রাজনৈতিক দল আছে। তেমনি আবার রাজনীতির বিভিন্ন প্রকারভেদ থেকে থাকে। রাজনীতির মানুষগুলোও হয়ে থাকে বিভিন্ন ধরনের। থেকে থাকে রাজনীতির বিভিন্ন দোষ-গুন্ও বটে। আসলে রাজনীতির দোষ-গুন বললে ভুল হবে কারণ রাজনীতির তো আর কোন দোষ অথবা গুন করতে পারে না। দোষ অথবা গুণ করে থাকে রাজনীতির প্রবেশ করা রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনীতিবীদরা।

রাজনীতিকে ভালো বলা যায় অপকটে তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সবাইকে মোটেও ভালো যায় না এবং যাবেওনা। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই অন্যায়, অত্যাচার, নির্যাতন, দোষ, ত্রুটি করতেই যেন দিন দিন আরো বেশি অভ্যস্থ হয়ে পরছেন। তবে রাজনীতিবীদের মধ্যে আবার অনেকে ভালো চরিত্রের, মানুষের উপকারী, দরদী, সমাজসেবী নেতাও রয়েছেন এটাও চড়ম সত্য ও বাস্তব।

বর্তমান সময়ে অনেক মানুষই যেন বিশ্বাস করেন রাজনীতি একটি নোংরা, জঘন্য বাজে কাজ। রাজনীতি যেন নোংরা নর্দমাতেই নির্লিপ্ত হয়েছে এটাই অনেক সচেতন মহলসহ সাধারণ মানুষের ধারণা। তবে আমি আমার ছোট জ্ঞানে বলব ভিন্ন কথা। আমি আগেই বলেছি কোন একটা সময় আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। সেই সামান্য অভিজ্ঞতার আলোকে বলতে চাই, রাজনীতি কখনো ঘৃণার বিষয় হতে পারে না, রাজনীতি করা কখনো দোষের কিছু হতে পারে না, রাজনীতি কখনো নোংরা কাজ হতে পারে না। প্রকৃতপক্ষে রাজনীতিকে যেভাবে ব্যবহার করা যায় রাজনীতির মোড় সেদিকেই ঘোরে, সেটা মুলত: ভালো অথবা খারাপ যেকোন একদিকে ব্যবহার হয়ে থাকে।

রাজনীতিতে বিভিন্ন ধরণের মানুষের পদচারণা, বিভিন্ন ধরণের মানুষের বসবাস, তবে সাধারণভাবে ভালো এবং মন্দ এ দু-শ্রেণীকেই চিহ্নিত করা হয়ে থাকে। আর এই দু শ্রেণীর মধ্যে থেকে রাজনীতিতে প্রবেশ করা মন্দ মানুষগুলির পদচারনাই রাজনীতিকে করছে কলুষিত, রাজনীতিকে করছে নোংরা, কলঙ্কযুক্ত, দূর্গন্ধযুক্ত এবং নর্দমার কিটের মত বিষাক্ত। রাজনৈতিক ব্যক্তিত্বের নামে এই সকল বিষাক্ত মানুষগুলি-ই রাজনীতিকে সমাজ ও জাতির কাছে বিষিয়ে তুলছে। রাজনীতির এই সকল নোংরা মানুষগুলো যেন ঘুম থেকে জাগ্রত হ্ওয়ার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত মানুষের ক্ষতিসাধন, অন্যায়, অত্যাচার, অবিচার এবং যুলুম-নির্যাতন করতেই সাচ্ছন্দবোধ করে। এই সকল রাজনীতির নামধারী সম্মানিত নর্দমার কিটগুলো কিভাবে মানুষের উপকার করতে হয় সেটা তাদের কখনো যেন বোধগম্যই হয় না।

সকল প্রকার ধিক জানাই এই সকল বাজে নোংরা রাজনীতিবীদদের, সকল প্রকার ঘৃনা জানাই তাদের। এবং অপরদিকে হাজারো স্যালুট জানাই সেই সকল মহা-মানবদের যারা রাজনীতিকে সত্যিকারের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। যারা সর্বদা সচ্ছ রাজনীতির পাশাপাশি মানুষের উপকার মানুষের কল্যাণ সাধনে সময় ব্যয় করেন তাঁদের প্রতি সত্যই আবারো হাজারো সালাম।

পরিশেষে বলতে চাই বর্তমানে তরুন সমাজের একটি বৃহৎ অংশ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে এবং আরো হচ্ছে। তরুন সমাজের এই উঠতি সময় স্বভাবতই রক্ত গড়ম, মেজাজ হট, সবকিছুতেই যেন একচ্ছত্র আধিপত্য বিস্তারের নেশা। কিন্তু এই সকল উগ্র মনোভাব পরিহার করে একটি সুন্দর, সুশৃঙ্খল রাজনীতির পথ বেছে নেয়ার জন্য তরুন সমাজের প্রতি অনুরোধ জানাবো। এছাড়া বাংলার রাজনীতির প্রধান দুই দল আওয়ামীলীগ এবং বিএনপির সর্বোচ্চ পৃষ্ঠপোষক মহলসহ শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে বিণীত অনুরোধ জানাবো ভ্রান্ত, বাজে, ধোকাবাজি, প্রতারণা এবং সর্বপরি কলুষিত রাজনীতির পথ পরিহার করে একটি সুশৃঙ্খল, সুষ্ঠ-সুন্দর রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলায় পরিণত করতে। সকল রাজনৈতিক মহলকে অনুরোধ জানাবো আমরা যেন মহাত্না গান্ধী, আব্রাহাম লিংকন, কার্ল মার্ক্স, লেনিন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এই সকল মহান নেতাদের প্রকৃত আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে একটি শান্তিপ্রিয় উন্নয়ণশীল দেশে রুপান্তরিত করতে পারি এই কাম্যই সবার নিকট জানিয়ে রাখলাম।

========================================
এস.এম সাজু আহমেদ
লেখক: এস.এম সাজু আহমেদ (সাংবাদিক ও কলাম লেখক)
Mail-smshaju7@gmail.com

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...

Leave a Reply