লাকসাম প্রতিনিধি :–
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে নির্যাতনে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ আগস্ট শনিবার সকালে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির।
মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মু.আব্দুর রব ফারুকী, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, শিবিরের জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়্যুম মানিক, জামায়াত নেতা আহসান উল্ল্যাহ মিয়াজী। এসময় শহর শিবির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, লাকসাম পূর্ব সভাপতি কেফায়েত উল্ল্যাহ, লাকসাম কলেজ সভাপতি আমিমুল এহসানসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।