নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসের গাজীপুর প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টুর সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা সাহিনুল ইসলাম সোহেল শিকদার, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহম্মেদ, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, উপজেলা জাসাস এর সভাপতি মেহেদী হাসান সেলিম, ভেন্ডার মাহাবুব আলম, ডাঃ আব্দুর রব প্রমূখ। উক্ত বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সননপত্রসহ নগদ অর্থ প্রদান করা হয়।