২৫ বছর মুরাদনগরে কোন উন্নয়ন হয়নি, উন্নতি হয়েছে একটি পরিবার ও তার আত্মীয়-স্বজনদের—ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি

বিশেষ প্রতিনিধি :–

২৫ বছর মুরাদনগরে কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে একটি পরিবার তথা তার আত্মীয়-স্বজনদের। যার প্রমান এ রহিমপুরের রাস্তা-ঘাট, স্কুল ও বিদ্যুৎ সংযোগের ঘাটতি। গত ১৮ বছরে আপনাদের কাছে ভোটের জন্য বহুবার এসেছি, আপনার ভোটও দিয়েছিলেন। কিন্তুু যিনি ভোট ডাকাতি করে এমপি হয়ে সংসদে গিয়ে আপনাদের জন্য একটি বারও গ্যাস ও বিদ্যুতের কথা বলেননি। আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার। সমাজ সেবক আব্দুল খালেক মেম্বারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাক্তার যুগল ব্র‏‏হ্মচারী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ, যুবলীগ নেতা জয়দল হোসেন, প্রজন্মলীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবু কাউছার। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, প্রবীন আওয়ামীলীগ নেতা অশ্বিনী কুমার দেবনাথ, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, আওয়ামীলীগ নেতা মনু মিয়া, শহীদুল ইসলাম, নাজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া প্রমুখ। তিনি আরো বলেন, আপনারা আমাকে এবার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের উন্নয়নমূলক কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। দোয়া করবেন সুস্থ্য থেকে যেন ৫ বছর সময়টাকে কাজে লাগাতে পারি। ২৫ বছরের জমানো কাজ অল্প সময়ে করা সম্ভব নয়, কিছুদিন সময় দিতে হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply