এইচ.এম মহিউদ্দিন॥
কুমিল্লা সিএনজি বেবি টেক্সি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৫৬৯) এর প্রধান শাখার উদ্যোগে বৃহস্পতিবার টমছমব্রীজ কার্যালয়ে পরিবারের হাতে ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। নিহত ড্রাইভার মোঃ আলম এর বাড়ী গোবিন্দপুর এলাকায়। তার পরিবার কে বিভিন্ন সময়ে অনুদান সহ সার্বিক সহযোগিতা করছেন সংগঠনটি। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান হাবু, মোঃ কবির হোসেন, জাকির হোসেন প্রমূখ। এছাড়া একই দিনে বাখরাবাদ এলাকার স্বপন দির্ঘ্য দিন কুচাইতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান কালে সাধারণ সম্পাদক মোঃ আলম বলেন, আমাদের এই সংগঠনটি ১৯৯২ সাল থেকে ড্রাইভারদের চিকিৎসা ভাতা ও মৃত্যুও পর তার পরিবার কে সহযোগিতা কওে আসছে। আমাদেও সংগঠনটি সব সময়ে শ্রমিকদের পাশে রয়েছেন। এছাড়া কোন ড্রাইভার অসুস্থ হলে তার পাশে গিয়ে সহযোগিতা করে আসছে। তিনি আরো জানান, কোন ড্রাইভার অসুস্থ বা কোন দূর্ঘনার শিকার হলে সংগঠনের প্রধান কার্যালয়ে এসে যোগাযোগ করার অনুরোধ জানান।