মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ–
স্কুল লাইব্রেরীর বই জমা দিতে বিলম্ব হওয়ার অজুহাতে এক ছাত্রকে বেদম প্রহারে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক।
জানাযায় দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র মো: আতিকুল আলম ভুইয়া স্কুল লাইব্রেরীর বই ফেরত দিতে গেলে ২দিন বিলম্ব হবার কারণে প্রধান শিক্ষক তাকে অকথ্য গালমন্দ সহ কিল ঘুষি ও লাথি মেরে কক্ষ থেকে বের করে দেয়। প্রহারে আহত আতিকুলকে অভিভাবকরা উদ্ধার পূর্বক দেবিদ্বার স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আতিকুলের পিতা মো: আলমগীর হোসেন ভুইয়া জানান স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আমার সাথে মতবিরোধের জের ধরে প্রধান শিক্ষক বিনা অপরাধে আমার ছেলেকে নির্মমভাবে মেরেছে। সে এখন হাসপাতালে চিকিতসাধীন। আমি এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি।