মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ–
কুমিল্লার দেবিদ্বারে হজ্বের তাৎপর্য ও গুরুত্ব এবং হজ্ব পালনের নিয়মাবলি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ৩দিনের এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে আলহাজ্ব মাওলানা মোঃ মাইনুদ্দিন হোসাইন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় হজ্বের তাৎপর্য ও গুরুত্ব এবং হজ্ব পালনের নিয়মাবলি সম্পর্কে সচেতনতামূলক আলোচনায় অংশ নেন, মাওলানা সালাহ উদ্দিন, হাজী জামাল উদ্দিন, হাজী মোঃ শাহআলম, হাজী আব্দুস সাত্তার মাষ্টার, হাজী মোঃ মুকবল হোসেন, মাওলানা সফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। কর্মশালায় পৌর কমিশনার মোঃ হাছন আলী, সুবেদার মোঃ ইদ্রিস, আব্দুর রব, মোঃ সফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামীণ এয়ার ইন্টারন্যাশনাল’র সহযোগীতায় এবং ‘বড়আলমপুর’ হজ্ব কাফেলা’র তত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় ৩৫জন হাজী অংশগ্রহন করেন।