কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লা চৌদ্দগ্রামে মনোয়ারা বেগম নামে এক মাকে গলাকেটে হত্যা করেছে পাষণ্ড এক ছেলে।
আজ দুপুর দেড়টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ছেলে জাফর আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক জাফর জন্তুর আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জাফর মানসিক রোগে ভুগছিলেন। দুপুরে তাঁর মা মনোয়ারা বেগম ঘুমিয়েছিলেন। এসময় জাফর ধারালো দা দিয়ে মায়ের গলায় আঘাত করেন। আহত মনোয়ারার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।