মুহাম্মদ নাছের চৌধুরী,সৌদি আরব :–
সৌদি আরব ২০ লক্ষ বাংলাদেশী মানুষের জন্য মেশিন রেডিবল পাসপোর্ট (এম এর পি) ২০১৫ সালের নভেম্বারের মধ্যে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়ার লক্ষে জেদ্দা কনসুলেট এ – এম,এর, পি আউট সোর্সিং প্রজেক্ট এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । এই এম,এর,পি আউট সোর্সিং প্রজেক্টটি মালেশিয়ার IRIS (আইরিস) এবং কনসেনড্রিয়াম কর্পোরেশন কে দায়িত্ব দেওয়া হয়েছে যারা রিয়াদ এবং জেদ্দায় 16 টি আলাদা ইউনিটের মাধ্যমে বাংলাদেশী কর্মীদের ডিজিটাল পাসপোর্ট এর সহায়তা দেবেন । আগে একটি পাসপোর্ট যেখানে ৩-৪ মাস সময় লাগত ডেলিভারী দিতে ,এখন ১ মাসের মধ্যেই সম্ভব বলে জানিয়েছেন । সভায় কনসুলেট এর প্রথম সেক্রেটারি আজিজুর রহমান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সৌদি আরবে জেদ্দায় নিযুক্ত কন্সাল জেনারেল এ,কে,এম শহিদুল করিম প্রজেক্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদ রেজওয়ানী , ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট এর মহাপরিচালক মোঃ আব্দুল মাবুদ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম , মালেশিয়া IRIS করপোরেশনের এম,ডি মিঃ হামদান এবং জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর মকাম্মেল হোসেন , কনস্যুলেটের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী সহ জেদ্দা, মক্কার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । উপস্থিত রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতা কর্মীদের সাথে পাসপোর্ট বিভিন্ন সমস্যা বিষয়ক প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রী দেশের রেমিটেন্স এ অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান এবং সবাইকে সৌদি আইন মেনে সুন্দর ভাবে থাকার জন্য বিশেষ ভাবে অনুরুধ করেন।