নবীনগর রতনপুর সংখ্যালঘুর মন্দিরের জায়গা দখল করে নিয়েছে ভূমিদস্যু গোলাম হোসেন

সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি:–

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা গ্রামের মহাদেব মন্দিরের জায়গা জবরদখল করে নিয়েছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। ওই গ্রামের মৃত আবদুল গফুর মিয়ার ছেলে ভুমিদস্যু গোলাম হোসেন সংখ্যালঘুর ধর্মাবলম্বীদের ২০০ বছরের প্রাচীন এ মহাদেব মন্দিরের জন্য দানকৃত ১.৫ শতক ভূমির অন্দরে ০১ শতাংশ জায়গা জবর দখল করে পাকা প্রাচীর নির্মান করে ফেলেছে।

এই ভুমিদস্যুর সন্ত্রাসী বাহিনীর এলাকায় নানা অপকর্ম করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না।

গত ৫ আগষ্ট বিষয়টি নবীনগর থানায় জিডি করা হলেও কোন কার্যকর প্রদক্ষেপ না নিয়ে ওসি রূপক কুমার সাহা বিষয়টি অবগত নয় বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

উক্ত ভুমি উদ্ধারের জন্য মন্দির কমিটির সভাপতি বিমল চন্দ্র দেব স্থানীয় সংসদ সদস্যর বরাবরে একটি আবেদন করেন। সোমবার (১৮/৮)ওই আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

আবেদনসুত্রে জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ওই জবরদখলকারী ভুমিদস্যুর ভুমিকা ছিল বির্তকৃত। একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে বহু সংখ্যালঘুর পরিবারকে উচ্ছেদ করে জায়গা সম্পত্তি দখল করে তাদের গ্রাম ছাড়া করেছে।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল বলেন, এ ধরনের অন্যায় অত্যাচার সহ্য করা হবে না, বিষয়টি দ্রুত তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী বলেন, আবেদন পেয়েছি এমপি মহোদয়ের নির্দেশক্রমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply