দাউদকান্দি প্রতিনিধি॥
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলায়তণে আজ ১৮ আগস্ট সোমবার সকালে উদ্দীপনের ‘রুরাল আরবান চাইল্ড মাইগ্রেশন লিংক’ প্রকল্প-এর উদ্যোগে এক অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তত্য রাখেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও জার্নালিস্ট গিল্টের সভাপতি মো. আলী আশরাফ খান, সিডব্লিইজি-এর সভাপতি মো: শফিকুল ইসলাম। স্থানীয় ঝুকিপূর্ণ শিশুদের অপনিরাপদ স্থানান্তর রোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে গত ছয় মাসের কর্মকা- সম্পর্কে স্থানীয়দের অবগত করেন আরইউসিএমপির কর্মকর্তা মো. আজিজুর রহমান ও এফএফ ফাতেমা খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে মত বিনিময় করেন, সিডব্লিইজি ও এলজিআই-এর সদস্য মোসা: আয়েশা আক্তার, এম.এ কুদ্দুছ, মো: জাহাঙ্গীর আলম, আলহাজ মো. মোস্তাক,আবু তাহের, মৌলভী মো. শফিকুল ইসলাম, আজারুল হক, রকিব উদ্দিন পাঠান, মো.মনির হোসেন,আব্দুল ছাত্তার প্রমুখ।