জলাবদ্ধতায় লোকশূণ্য দেবিদ্বার সাবরেজিস্ট্রি অফিস

শাহীন আলম,দেবিদ্বার :–

দেবিদ্বার সাবরেজিস্ট্রি অফিস জলাবদ্ধতায় টুইটম্বুর । থানা পুকুর আর অফিস পাশাপাশি ও পুকুর সমান নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি উপচে আসে অফিসে মাঠে । তাছাড়া আশ-পাশ এলাকার পানি অফিসের উত্তর পার্শ্বে সুরু ড্রেন দিয়ে চলাচলের কারণে অতিরিক্ত বৃষ্টি হলেই ড্রেন উপচে অফিসে পানি চলে আসে । স্থানীয় সূত্র জানায়, পুরাতন বাজার ,মাদরাসা পূর্ব ও উত্তর, মাছুয়াবাদ (ডোন) এবং মরা নদীর পানি নিষ্কাশনের একমাত্র সুরু ড্রেন এটি যা পানি নিষ্কাশনে অপ্রতুল। এ ব্যাপারে দেবিদ্বার সাবরেজিস্ট্রি অফিসার মো: মফিজুল ইসলাম জানান, পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধার সৃষ্টি হয়, এই অফিসটি হাইওয়ে রোড থেকে নিচু হওয়ায় বিকল্প রাস্তায় পানি ন্ষ্কিানেরও কোন ব্যবস্থা নেই। থানা পুকুররের পানি কমে না আসা পর্যন্ত এ অফিসে পানি লেগে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অফিসটির চারপাশে ময়লা-আবর্জনারস্তুপ , কচুরিপনাসহ বিভিন্ন আগাছায় ছেঁয়ে আছে, নোংরা কর্দমাক্ত থাকে প্রায় সারা বছরই। মূল ভবনের দক্ষিণ পাশের ঘরটির অবস্থা আরও নাজুক , বৃষ্টি হলে টিনের ফুটা দিয়ে পানি পড়ে, দূর্ভোগ পোহাতে হয় জমি রেজিস্ট্রি করতে আসা দূরদূরান্তের লোকজনদের। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ জানান , সাবরেজিস্ট্রি অফিসটি আমি পরির্দশন করে এসেছি, তা দেখে আমি মর্মাহত, এ বিষয়টি আগামী সমন্বয় সভায় উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও পদক্ষেপ নেয়া হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply