কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম সাহাদত বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার :–
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম সাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস ২০১৪ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে সকালে ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত পদক্ষিণ করে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখাসহ অন্যান্য অনেক সংগঠন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ বলেন, এ জাতির জন্য দুটি রাত্রি খুব ভয়াল। একটি হল ২৫ মার্চ এবং অন্যটি ১৫ আগস্ট। কতিপয় সেনা সৈনিক শুধু নয় দেশি-বিদেশী একটি কুচক্রী মহলের যোগ-সাজসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্যে ছিল এ জাতিকে নিংশেষ করে দেয়া। তাদের এ উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে। তিনি বলেন ৫ খুনির ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি আংশিক কলঙ্কমুক্ত হয়েছে। লজ্জা থেকেও জাতি অনেকটা মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, গোটা জাতিকে কলঙ্ক ও পাপমুক্ত করার জন্য তিন দশকের বেশি সময় ধরে নিজের প্রাণ বাজি রেখে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধু যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, এটা শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দাবি নয় গোটা জাতির প্রত্যাশা।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply