মো: মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টার আনিছ মিয়া(২২) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
মৃত্য আনিছ মিয়া উপজেলার করিমপুর মধ্যপাড়া গ্রামের মো: আনু মিয়ার ছেলে।
জানা যায়, করিমপুর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন আনিছ মিয়া একটি মৎস্য খামার রয়েছে। সে খামারে পল্লীবিদ্যুৎতের সার্ভিস লাইনের একটি তার ছিড়ে পড়লে সর্ম্পূন খামারের পানিতে বিদ্যুৎ সংযোগ হয়ে থাকে। অযান্তে বুধবার সকালে মাছের খাবার দিতে আনিছ পানিতে নামলে সেখানে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর স্বাথ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানাজার মহিউদ্দিন মোসাহেদুল্লার জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবহিত, ঘটনাটির ব্যাপারে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।