সাধন সাহা জয়: নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামের বিল থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মঙ্গলবার ভোরবেলা থেকে শুরু করে কারেন্ট জাল জব্দ করা হয়েছে, ভ্রাম্যমান আদালত প্রধান নবীনগর সহকারী (ভূমি) এসিল্যান্ট আবুল কালাম এর মাধ্যমে এই অভিযান চালায়।
জানা যায়, মঙ্গলবার ভোরে আবুল কালামের নেতৃত্বে, উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোবারক হোসেন, এএসআই মোশারফ হোসেন, তত্য সংগ্রহকারী সৈকত হোসেন সরকার সহ, একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নবীনগর উপজেলার কাইতলা, বিটঘর বিভিন্ন বিল থেকে অবৈধ প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
প্রথমে ১৫ হাজার মিটার কারেন্ট জাল কাইতলা এবং পরে নবীনগর তিতাস (বুড়ি) নদীর পারে মঙ্গলবার দুপুরে প্রাচিন মনু বাবুর ঘাটে জালের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ছোট বড় মাছ সহ পুরানো হয়েছে জনতার সামনে।