কুমিল্লায় জাল টাকার সরঞ্জামাদীসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি:–

কুমিল্লা ডিবি (গোয়েন্দা পুলিশ) জেলার আদর্শ সদরের ধনিয়া খলা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামাদী, সাড়ে ৭ হাজার জাল টাকা সহ মহিবুল্লাহ(২৮) নামের একজনকে আটক করে। এব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি’র ওসি মনিরুল ইসলাম পিপিএম জানায়, জেলার ডিবি গোয়েন্দা পুলিশের এসআই শাহা কামাল আখন্দ, এসআই শহীদুল্লাহ, এ এসআই নজরুল ইসলাম, জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোর ৪টায় আদর্শ সদর উপজেলার ধনিয়া খলা গ্রামের মোঃ লুৎফুর রহমানের বাড়ীতে অভিযান চালায়। ডিবি পুলিশ জাল টাকা তৈরি করার সময় হাতেনাতে লুৎফুর রহমানের ছেলে মহিবুল্লাহ (২৮)কে আটক করে।
এসময় জাল টাকা তৈরি সরঞ্জামাদী, একটি কম্পিউটার, একটি স্ক্যানার, একটি মনিটর, সাড়ে সাত হাজার জাল টাকা জব্দ করে। এঘটনায় গতকাল সোমবার কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply