কুমিল্লা প্রতিনিধি:–
জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গনে বেলা ১১ টায় সাংবাদিকদের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষে জেলা সদর সহ জেলার সকল উপজেলার কর্মরত সাংবাদিকদের এ মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান অনুরোধ জানিয়েছেন।