দাউদকান্দিতে বিষপানে ২ জনের আত্মহত্যা

আলমগীর হোসেন,দাউদকান্দি :–

দাউদকান্দিতে বিষপানে এক ছাত্রী এবং এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত রবিবার উপজেলার বামনদিয়া গ্রামের মোঃ তফাজ্জল হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণীর ছাত্রী সনিয়া আক্তার (১২) বিষপানে আত্মহত্যা করেন। অপরদিকে দাউদকান্দি পৌর সদরের তালতলী গ্রামের সফিক ড্রাইভারের স্ত্রী নুরজাহান বেগম (৩৫) বিষপানে আত্মহত্যা করেছেন। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply