কুমিল্লাওয়েব ডটকম,ঢাকা :–
সিলেটে একজন মন্ত্রী প্রকাশ্য সভায় সাংবাদিক সমাজের বিরুদ্ধে গালিগালাজ করায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী তীব্র নিন্দা জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
বি. চৌধুরী রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ বলে দাবিদার একজন মন্ত্রীর পক্ষে সিলেটে প্রকাশ্য সভায় সাংবাদিকদের বিরুদ্ধে গালিগালাজ অগ্রহণযোগ্য। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে সাংবাদিক ভাইদের ধৈর্য্য ধরার আহ্বান জানাই।
তিনি বলেন, দেশবাসী আশা করে মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়ে যেসব অগ্রহণযোগ্য তথ্য দিয়েছেন এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁর অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন।
ঘটনা সত্য হয়ে থাকলে এই মন্ত্রীকে মন্ত্রীসভায় রাখা উচিৎ নয় বলে বি. চৌধুরী মন্তব্য করেন।