গত ৭ আগষ্ঠ দৈনিক রূপসীবাংলা সহ কয়েকটি স্থানীয় পত্রিকায় “দেবিদ্বারে বিএনপি’র রাজনৈতিক কার্যক্রম স্থবির” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি উদ্দেশ্য মূলকভাবে দেবিদ্বার উপজেলা বিএনপি ও সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সুনাম হানি এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই প্রতিবেদককে ভূল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে উপজেলা বিএনপি’র পক্ষথেকে সক্রিয়ভাবে অংশ গ্রহন করা হয়। যার ফলে মঞ্জুরুল আহসান মুন্সীসহ আমাদের অনেক নেতাকর্মীরা একাধিক মিথ্যা মামলার আসামী ও জেলে যেতে হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচন প্রমান করে দেবিদ্বার বিএনপি’র কার্যক্রমে কোন প্রকার স্থবিরতা আসেনি। উপজেলা পরিষদ নির্বাচনের সময় সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন হামলা মামলার মধ্যদিয়েও উপজেলা বিএনপি ও সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বেই উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ইতোমধ্যে সম্পূর্ন করা হয়েছে। কিন্তু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলা ও আমাদের নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর অসুস্থতার জন্য উপজেলা কমিটি করতে বিলম্ব হচ্ছে। আমি দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ ওই প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
