মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
চান্দিনাকে সন্ত্রাস, মাদকমুক্ত ও শতভাগ শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাসীরা কোন দলের নয়, তারা দেশ ও জাতির শত্র“। চান্দিনা মাইজখার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি এসব কথা বলেন। বদরপুর বাজার মাঠে আয়োজিত জনসভায় মাইজখার ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, এলডিপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী আবদুল মালেক মালু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম লবু, আবু বকর সিদ্দীক, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল উদ্দিন বাবুল, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মাসুদ তালুকদার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক মো. আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুবলীগ নেতা কাজী মো. ইয়াসিন আরাফত, ইউপি ছাত্রলীগ নেতা মো. মনির হোসেন, সেলিম মেম্বার প্রমুখ। জনসভায় এলডিপি নেতা আবদুল মালেক মালু, ছাত্রদল নেতা মো. ছাদেক হোসেন এর নেতৃত্বে একদল নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।