স্টাফ রিপোর্টার:–
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের গঙ্গানগর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ লিপি আক্তার সুমী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দেবিদ্বার থানার এস আই মোঃ আবু ইউছুফ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মাদক ব্যবসায়ী লিপি আক্তার সুমী (২৮) কে তাহার বসত ঘর হইতে আটক করা হয় এবং তাহার স্বীকারোক্তি মতে বসত ঘরের শোকেসের ভিতর হইতে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা যায়, আসামী লিপি আক্তার ইয়াবার মত মদক সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য দীর্ঘ দিন যাবত বিক্রি করিয়া আসিতেছে। সে ওই গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১২, তাং-০৮/০৮/১৪ ।