বরুড়া প্রতিনিধি:–
বিডি বাংলার নিউজ ও সাপ্তাহিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক এবং বরুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান জনির পিতা বীর মুক্তিযোদ্বা, কুমিল্লর বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিলের কমান্ডার জনাব আবু জাহের মস্তিস্কের রক্তক্ষরণ ও হ্দ যন্ত্রের ক্রিয়া বন্ধ জনিত কারনে অসুস্থ্য হয়ে সোমবার দুপুরে কমিল্লা মেডিকেল সেন্টারের আই. সি. ও তে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী।