আন্তর্জাতিক ডেস্ক, কুমিল্লাওয়েব ডটকম :–
গাজায় লাশের পর লাশ পড়ছে। চারদিকে বারুদের গন্ধ। বিধ্বস্ত লোকালয়। এমন এক পরিস্থিতির মধ্যে এক মায়ের কোলজুড়ে এক সঙ্গে জন্ম নিলো চারটি শিশু। রাফায় ইউনাইটেড আরব হাসপাতালে মা রেহামের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে তারা। এখন তাদের গন্তব্য নিয়ে উদ্বিগ্ন পিতামাতা। এই সন্তানদের নিয়ে তারা এখন দিশাহারা। এ নবজাতকদের নিয়ে তারা এখন যাবেন কোথায়! যে বাড়ি তারা রেখে এসেছিলেন হাসপাতালে তা এখনও টিকে আছে কিনা তা তারা জানেন না। টিকে থাকলেও তা তো শতভাগ অনিরাপদ। এসব ভেবে ভেবে দিশেহারা বোধ করছেন শিশুদের মা রেহাম ও বাবা আলী আল আরজাহ।
আলী আল আরজাহ বলেন, একটি সন্তানের পিতা হতে আমি ৫টি বছর অপেক্ষা করেছি। সব রকমের চিকিৎসা করিয়েছি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সব চেষ্টা যখন ব্যর্থ হলো তখন আমরা সিদ্ধান্ত নিই যে, কৃত্রিম পদ্ধতিতে (ভাইট্রো ফার্টিলাইজেশন) আমরা সন্তান নেব। আল্লাহ আমাদের ফরিয়াদ শুনেছেন। আমাদেরকে একটি বা দু’টি সন্তান নয়- একসঙ্গে দিয়েছেন চারটি সন্তান। এখন ওদেরকে আমি কোথায় আশ্রয় দেব! কোন ঘরে নিয়ে তুলব!
আলী আল আরজাহর পিতা মেফলেহ আল আরজাহ বলেন, যখন ইজরায়েলের বোমা হামলা শুরু হয় তখন তার পরিবার সবকিছু ফেলে পালিয়ে এসেছে। এখন তার বাড়ির কি অবস্থা তা জানেন না। তিনি বলেন, আমরা আশা করি এই যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারপরেই আমরা বাড়ি ফিরতে পারবো। কিন্তু বাস্তবে তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।