মুরাদনগর প্রতিনিধি :–
ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ নিরীহ লোকজনের উপর গণহত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভুইয়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ, প্রভাষক আজিজুর রহমান রনি, নুরউদ্দিন সরকার রিপন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, জয়নাল আবেদীন, রুহুল আমিন, নজরুল ইসলাম ও দুলাল দেবনাথ প্রমুখ। মানববন্ধন শেষে বক্তারা ফিলিস্তিনী নিরীহ লোকজনের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অভিলম্বে হামলা বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক মহলের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।