নাজমুল করিম ফারুক :—
তিতাসে বিএনপির ঈদ পূর্ণমিলনীর উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন বেপারী, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, জাসাসের সভাপতি মেহেদী হাসান সেলিম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাদু, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমূখ। সভায় সর্বসম্মৃতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২ আগষ্ট শনিবার কড়িকান্দি বাজার সংলগ্ন মাঠে বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে।