ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের সালেহা বেগম (৪০) এর অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করাতে পারছেন না। বর্তমানে সালেহা বেগম সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার স্বামী এমরান পাটওয়ারী নিম্নমধ্যবৃত্ত আয়ের মানুষ। সালেহা বেগমের চার ছেলে ২ মেয়ে। এর মধ্যে সবার ছোট মেয়ের বয়স ৪ বছর।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে স্বামী এমরান পাটওয়ারী। তার আয়েই চলছিলো সন্তানদের পড়াশোনা, ভরনপোষন, গোটা সংসার। গত দু’মাস পূর্বে প্রথম সালেহা বেগমের ব্রেস্ট ক্যান্সার সনাক্ত করে ডাক্তাররা। বর্তমানে সালেহা বেগম ঢাকার ধানমন্ডিস্থ আহমেদ মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। ডাক্তাররা বলেছেন, উন্নত চিকিৎসেবা দিতে পারলে সালেহা বেগম বেঁচে যেতে পারেন। তার চিকিৎসার জন্য প্রায় ৯ লাখ টাকার প্রয়োজন। কিন্তু সালেহা বেগমের চিকিৎসা করার সেই সামর্থ্য নেই। ফলে টাকার অভাবে থমকে আছে চিকিৎসা। সালেহা বেগম প্রতিনিয়ত গুণছেন মৃত্যুর প্রহর। সালেহা বেগম ও তার পরিবারের আকুতি সমাজের বিত্তবান, সমাজসেবক ও সংশ্লিষ্ট প্রশাসন যদি তার চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে হয়তো বেঁচে যেত একটি প্রাণ, বেঁচে যেত একটি পরিবার। সালেহা বেগমকে সাহায্য করতে যোগাযোগ করুন-০১৮৩৬২৫৯৬৯৯। ব্যাংক একাউন্ট- অগ্রণী ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ০২০০০০২৭৪৬০৪২।